আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পাসের হারে এবারও শীর্ষে রাজশাহী, পাশের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ

 

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রোববার (৩১ মে)। এবার গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এরমধ্যে ৯ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ।

এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে রাজশাহী শিক্ষাবোর্ড।

ফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, রাজশাহী বোর্ডে কিছুটা কমে এবার পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ।

৭৮ দশমিক ৭৯ শতাংশ পাসের হার নিয়ে এবারও সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড।

এবার ঢাকা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩৪, কুমিল্লায় ৮৫ দশমিক ২২, বরিশালে ৭৯ দশমিক ৭০, যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১, চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৭৫, দিনাজপুর বোর্ডে ৮২ দশমিক ৭৩ ও ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ।

বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে ফেইসবুক লাইভে মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ