আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সাধারণ ছুটি শেষ হলেও চাঁদপুর জেলায় লকডাউন বহাল থাকবে

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

নোবেল করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত দেশব্যাপী সাধারণ ছুটি শেষ হলেও চাঁদপুর জেলায় পুনঃরায় লকডাউন বহাল থাকবে

তবে ৩১ মে রবিবার থেকে সরকারের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে নির্ধারিত সময়ে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং আন্তঃজেলা বাসসহ সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করবে। ৩০ মে শনিবার বিকেলে এসব তথ্য জানান চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

তিনি জানান, সাধারণ ছুটি শেষ হয়ে যাওয়ায় অফিস-আদালত, দোকান-পাট নির্ধারিত সময়ের জন্য রবিবার থেকে চালু হবে। তবে জেলা পর্যায়ে ঘোষিত আন্তঃজেলা ও আন্তঃউপজেলা লকডাউন অব্যাহত থাকবে।

তিনি জানান, লকডাউন বহাল থাকলেও সরকারের কেন্দ্রীয় সকল সিদ্ধান্ত চাঁদপুরেও অনুসরণ করা হবে।

তিনি আরো জানান, চাঁদপুরের দোকানপাট চালুর বিষয়ে চেম্বার নেতৃবৃন্দ ও দোকান মালিক সমিতি খুব সহসা তাদের সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, করোনার ঝুঁকি মোকাবেলায় গত ৯ এপ্রিল চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। ওইদিন এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ