আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

শেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে বিশেষ ওএমএস কার্ড বিতরণ

 

শেরপুর প্রতিনিধিঃ

সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় শেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ১০৯৭ পরিবার পেয়েছেন বিশেষ ওএমএস কার্ড।
২৯মে শুক্রবার জিকে পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদশা মিয়ার সভাপতিত্বে বিশেষ ওএমএস কার্ড বিতরণ উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া।
উদ্বোধক মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, করোনা সংক্রমণের দুর্দিনে গরীব মানুষের জন্য বিশেষ উপহার হিসেবে ওএমএস কার্যক্রম বা খাদ্য বান্ধব কর্মসুচি চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই আলোকে শেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে যাছাই বাছাইয়ের মাধ্যমে ওএমএস কার্যক্রমের আওতায় ১০৯৭ পরিবারকে উপকারভোগী নির্বাচিত করা হয়।প্রথম ধাপে বাদ পড়া পরিবারকে দ্বিতীয় ধাপে খাদ্য বান্ধব কর্মসুচিতে সম্পৃক্ত করা হবে।
কাউন্সিলর মোঃ বাদশা মিয়া বলেন, করোনা সংক্রমণের দুর্দিনে গরীব মানুষের জন্য বিশেষ উপহার হিসেবে ওএমএস কার্যক্রম বা খাদ্য বান্ধব কর্মসুচি চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার আন্তরিকভাবে কাজ করছে মানুষের কল্যাণে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শেরপুরের অভিভাবক মাননীয় হুইপ আতিক ভাই আমাদের সবসময় দিকনির্দেশনা দিচ্ছেন আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় নেতার নির্দেশে আমার ওয়ার্ডে খাদ্য সহায়তা অব্যহত রেখেছি।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন,উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা,শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক দত্ত,সদস্য লোকমান হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ছাইদুর ইসলাম,সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, সংরক্ষিত কাউন্সিলর হামিদা রহমান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ