আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় পরিবহন চাঁদাবাজ মিন্টুসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি, চাঁদা না পেলে পরিবহন শ্রমিকদের মারধর ও টাকা ছিনিয়ে নেওয়া সহ নানা অভিযোগে দুই চিহ্নিত চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের আটক করে পুলিশ। এর আগে সকালে শতাব্দী পরিবহনের স্বত্বাধিকারী মো. স্বপন এঘটনায় একটি লিখিত অভিযোগ করেন।

আটকেরা হলেন- আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আব্দুল মালেকের ছেলে জিএম মিন্টু (৩০) ওরফে ওয়েলকাম মিন্টু ও অপরজন আশুলিয়ার গাজীরচটের নালিজার মোড় এলাকার মো. সাইফুল (৩৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. স্বপনের মালিকানাধীন শতাব্দী পরিবহনটি আশুলিয়ার নবীনগর থেকে বাইপাইল হয়ে রাজধানীর মতিঝিল এলাকায় চলাচল করে।
কিন্তু বেশ কিছুদিন ধরে পরিবহনটির চলাচলে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল মিন্টু ও তার বাহিনী। পরে আজ সকালে পরিবহনের স্বত্তাধিকারী মো. স্বপন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
জিএম মিন্টু এলাকায় একজন চিহ্নিত পরিবহন চাঁদাবাজ হিসেবে পরিচিত। ওয়েলকাম, লাব্বাইক, মৌমিতা, এম লাভলী ও ঠিকানাসহ প্রায় ১০টি পরিবহন থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করে মিন্টু। এজন্য তার রয়েছে ২৫-৩০ জনের একটি চাঁদাবাজ বাহিনী। একসময় মিন্টু ছাত্রদলের নেতা হিসেবে এলাকায় নিজের আধিপত্য বিস্তারের পর থেকে সে পরিবহনে চাঁদাবাজির সাথে যুক্ত হয়। পরবর্তীতে আওয়ামী নেতাদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে পরিবহনে চাঁদাবাজি চালিয়ে আসছে মিন্টু।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। চাঁদাবাজি ঘটনায় থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ