আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় ওসিসহ নতুন আক্রান্ত ৩২ জন, সুস্থ্য ৪১ জন

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ও ৪ পুলিশ সদস্যসহ আরও ৩২ জনের দেহে নতুন করে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে পুলিশ, পোশাক শ্রমিকসহ সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৩৮৭ জন।

শুক্রবার (২৯ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

তিনি বলেন, গত (২৭ মে) পর্যন্ত ১৭৯৭ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে মোট ৩৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন।

তিনি আরও বলেন, জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপুসহ ওই থানার আরও কয়েক জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে ৫ জন পুলিশ সদস্যের রেজাল্ট পজিটিভ এসেছে। ওই থানা থেকে আরও ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৭ মে পর্যন্ত হোম আইসোলেশনে ৯১ জনকে রাখা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ