আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ভুমিহীনদের অধিকার আদায়ে ‘নবগঙ্গা ভুমিহীন অধিকার আন্দোলনের’ আত্মপ্রকাশ

 

নড়াইল প্রতিনিধি:

বসবাসরত ভুমি রক্ষায় তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লোহাগড়ার কলাগাছি এলাকায় নবগঙ্গা ভুমিহীন অধিকার আন্দোলন নামে একটি কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি শেখ লায়েক আলী। তিনি বলেন, তাকে সভাপতি ও টুলু শেখকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

তিনি আরও বলেন, নবগঙ্গা নদী খননে ভুমিহীনদের কোন রকম ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদের প্রতিবাদে এই কমিটি গঠন করা হয়। গত ২৬ মে সকাল ১০ টার দিকে ভুমিহীনদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভুমিহীনদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির উদ্দেশ্য হলো ভুমিহীনদের ক্ষতিপূরণ নিশ্চিত করা। এসময় তারা তিনটি দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো- অন্যায় ও অযৌক্তিকভাবে ভুমিহীনদের উচ্ছেদ করা বন্ধ করতে হবে, দলিলের ১০ নং ধারা অনুযায়ী সকল প্রকার ক্ষতিপূরণ দিতে হবে ও মাহামারি করোনা ভাইরাসের মধ্যে ভুমিহীনদের জোরপুর্বক উচ্ছেদ করা বন্ধ করতে হবে।

এসব দাবি না মানলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন নবগঙ্গা ভুমিহীন অধিকার আন্দোলনের সদস্যরা। এসময় কয়েক হাজার ভুমিহীন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ