আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কাউখালীতে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ শতাধিক বসতবাড়ি ও গবাদিপশু

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ আম্পানের দুর্ভোগ কাটতে না কাটতেই পিরোজপুরের কাউখালীতে হঠাৎ ঘূর্ণিঝড় আঘাত হেনে ধংস করলো শতাধিক বসতবাড়ি, গাছপালাও গবাদিপশু।

বুধবার সারা দিন থেমে থেমে বৃষ্টি হলেও রাত সারে ৮ টার দিকে হঠাৎ করেই প্রবলবেগ ঝড়োহাওয়া মুশলধারে বৃষ্টি ও ভয়ংকর বজ্রপাত শুরু হয়। ঘূর্ণিঝড় শুরু হওয়ার সাথে সাথেই উপজেলার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। শক্তিশালী তান্ডবের বিদ্যুতের খুটি উপড়ে পরে।

উপজেলার ১নং সয়না রঘুনাথপুর, ২নং আমড়াজুড়ি, ৩ নং সদর ইউনিয়ন, ৪ নং চিড়াপাড়া সহ ৫ নং
শিয়ালকাঠীর ইউনিয়নই ক্ষতির সম্মুখীন হয়েছে।

জেলার সকল উপজেলায় কমবেশি ক্ষতি হলেও কাউখালী উপজেলার নদীতীরবর্তী দ্বীপ ইউনিয়ন ১নং সয়না রঘুনাথপুর, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির হয়েছে। ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোয়ালতা গ্রামের একস্থান থেকেই ১০টি বসতিঘর চূর্ণবিচূর্ণ হয়ে এবং গাছপালা পরে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে।

উপজেলার আমড়াজুড়ি, কেউন্দিয়া, দাশেরকাঠী সহ সদর ইউনিয়নের দক্ষিণ বাজার ধংসবশেষে পরিনত হয়ে।কোন জনমানষের আহত বা নিহতের খবর পাওয়া যায়নি তবে কয়েকটি গবাদিপশু আহতের খবর পাওয়া গেছে। বর্তমান সময়ে করোন ভাইরাস, আম্পান এবং পরিশেষে এই ঘূর্ণিঝড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষততে পরেছে কাউখালী উপজেলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃখালেদা খাতুন রেখা জানান, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমান সঠিক এখন জানানো যাচ্ছেনা। সরকারি কর্মকর্তাদের সাথে জনপ্রতিনিধিরাও বিরামহীন কাজ করে যাচ্ছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ