আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ইসহাক ভূইয়ার মৃত্যুতে জেলা আওয়ামিলীগ নেতা মইন উদ্দিনের শোক প্রকাশ

 

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব, মুক্তিযোদ্ধকালীন মুজিববাহিনীর কমান্ডার ইসহাক ভূইয়া (৭৫) আজ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে করোনা চিকিৎসারত অবস্থায় ভোরে মারা যান। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ইসহাক ভূইয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামের সন্তান।ইসহাক ভূইয়া সরকারি চাকরিকালীন নাটোরের জেলা প্রশাসক ছিলেন। ছাত্রজীবনে কিশোরগঞ্জ জেলার ভৈরব হাজী আসমত মহাবিদ্যালয় ছাত্রসংসদের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন।

তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। প্রায় দু-বছর ধরে নানা রোগে ভোগছিলেন তিনি।

ইসহাক ভুইয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগ যুগ্ম সম্পাদক সম্পাদক আলহাজ্ব মোঃ মইন উদ্দিন মইন। তিনি মরহুমের জান্নাতবাসী কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ