আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

পিরোজপুরের মঠবাড়িয়ায় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন পানি সম্পদ প্রতিমন্ত্রীর

 

মতিউর রহমান, পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়ায় আম্পানে ক্ষতিগ্রস্থ বলেশ্বর নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক।

আজ ২৭ মে (বুধবার) উপজেলার উপকূলীয় ঘুর্ণিঝড় আমপানে সৃষ্ট এলাকা খেজুরবাড়িয়া, বড়মাছুয়া এবং ভোলামারা বেড়িবাঁধ সহ ক্ষতগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ কবলিত এলাকার বেড়িবাঁধ নির্মাণের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ কারা হয়েছে এবং যতদ্রুত সম্ভব এই বেড়িবাঁধ নির্মাণ কাজ করা হবে।
তিনি আরো বলেন, পরবর্তীতে এই বেড়িবাঁধ নির্মাণ টেকসই উন্নয়ন অগ্রগতি জন্য ১ কোটি টাকার প্রকল্পের কার্যক্রম চলছে।

এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ