আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সিংগাইরে করোনা উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু

 

আমিনুর রহমান,সিংগাইর প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বিখ্যাত পল্লী চিকিৎসক ডাক্তার বাবু রাধুনাথ সাহার (রাধু ডাক্তার)-এর সেজো পুত্র বাদল কুমার সাহা করোনা উপসর্গ নিয়ে আজ ২৭ মে দুপুরে মৃত্যু বরন করেন।
বাদল সাহা পেশায় একজন মুদি দোকানদার ছিলেন। রাধু ডাক্তারের বাড়ি গতকাল (২৬ মে) সকাল থেকে লকডাউন করা হয়েছে। এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। পারিবারিক সুত্রে জানা গেছে, কিছুদিন ধরে বাদল সাহা সহ তারা ৪ ভাই সর্দি , কাশি ও জ্বরে ভোগছিলেন,গতকাল ২৬ মে করোনা টেস্টের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। এখনও তার ফলাফল হাতে আসে নি। এর আগে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ার পর থেকেই এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে তার করোনা হয়েছে। আগামীকাল বা পরশু তার করোনা টেস্টের রেজাল্ট পাওয়া যাবে বলে জানা গেছে।
স্থানীয় এক যুবক জাহিদুল ইসলাম বলেন, তার (বাদল সাহার) দোকানের কর্মচারী রনজিৎ এলাকার বিভিন্ন স্থানে অবাধে ঘুরা ফেরা করছেন। আমরা এলাকাবাসী খুব আতঙ্কের ভেতর আছি। কারন রনজিতের দ্বারা পুরো গ্রামে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। খুব দ্রুত তাকেও করোনা টেস্ট করানো হোক।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা আজ ২৭ মে সন্ধ্যা থেকে ১১ জুন ২০২০ পর্যন্ত জয়মন্টপ ইউনিয়নকে লকডাউন ঘোষণা করেছেন এবং এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিৎ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ