আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাই শ্রীশ্রী যশোমাধব দেবের ৩৪৯তম রথোৎসব উপলক্ষে সভা অনুষ্ঠিত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির আসন্ন ৩৪৯তম রথোৎসব উদযাপন উপলক্ষে ধামরাই কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব মন্দির এর নাট- মন্দির অঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭শে মে) সকাল ১১ঘটিকায় শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী দেবেশ রায় মৌলিক এর সভাপতিত্বে ও কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন সঞ্চালনায় সভা কাজ শুরু করা হয়।
সভার শুরুতেই মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব ও সংক্রমণ এর কারণে মৃত্যুবরনকারী সকলের আত্নার শান্তি ও করোনা মুক্ত বিশ্ব পাওয়ায় জন্য শ্রী মাধবের নিকট সভাস্হ সকলেই প্রার্থনা করেন।
সভায় করোনা কালে আসন্ন ঐতিহাসিক রথোৎসব উদযাপন করার কল্পে অনেকেই আলোচনায় অংশ গ্রহণ করেন তন্মধ্যে কমিটির সহ-সভাপতি দেবেশ রায় মৌলিক, অসিত কুমার গোস্বামী, জগদীশ সরকার, কল্যানব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, সাংগঠনিক সম্পাদক প্রাণগোপাল পাল, দপ্তর সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল, প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল,মানিক লাল গোস্বামী, রতন পাল, কল্লোল সেন, ভজন ধর, তারক নাথ ঘোষ,স্বপন পাল (মাষ্টার), স্বপন পাল (কালা) সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা অংশগ্রহণকারী সকলেই আসন্ন রথোৎসব এর পূর্বেই যেন করোনা মুক্ত পরিবেশ পাই সেই আলোকে রথ সংস্কারের উপর গুরুত্বারোপ দেন। রথোৎসব উদযাপন করার জন্য সকল প্রস্তুতি গ্রহন জন্য মতামত ব্যক্ত করেন। আরো উল্লেখ্য সরকারি নির্দেশ মোতাবেক আামাদের রথোৎসব উদযাপন করার সামগ্রিক কর্মকান্ড পরিচালনা করার উপর সভাস্হ সকলেই সহমত প্রকাশ করেন।
পরিশেষে সভাস্হ সকলেই সহমত প্রকাশন্তে রথ সংস্কার করা সহ সরকারি প্রশাসনের সাথে যোগাযোগ করা সহ বিগত বছরের রথোৎসব উদযাপন কমিটি ও উপ-কমিটি এ বছরও বহাল রাখা হয। আরো উল্লেখ্য যে সকল সদস্য প্রয়াত হয়েছেন তাদের স্হলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যাইবে। ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব উদযাপন পরিষদ

১১টি উপ-কমিটি আসন্ন রথোৎসব উপলক্ষে বিভিন্ন
উল্লেখ্য আগামী ২৩ জুন ২০২০ খ্রীস্টাব্দ/ ৯ই আষাঢ় ১৪২৭ রোজ- মঙ্গলবার প্রথম রথটান/ উল্টো রথটান ১লা জুলাই ২০২০/ ১৭শে আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ রোজ- বুধবার অনুষ্ঠিত হইবে।
ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথোৎসব এর মেলা চলে প্রায় এক মাস।

শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব উদযাপন পরিষদ
সভাপতি – মেজর জেনারেল (অবঃ)জীবন কানাই দাস
সহ-সভাপতি- ড. অজিত কুমার মজুমদার
” ” ডাঃ অজিত কুমার বসাক
” ” শ্রী দেবেশে রায় মৌলিক
” ” শ্রী অসিত গোস্বামী
” ” শ্রী অজিত চক্রবর্তী
” ” শ্রী অলিক কৃ্ষ্ণ রায়
” ” শ্রী কল্যান ব্রত সরকার
” ” শ্রী জগদীশ সরকার
” ” শ্রী তীর্থ গোপাল বণিক
সাধারণ সম্পাদক- শ্রী রাজীব প্রসাদ সাহা
যুগ্ন সাঃ সম্পাদক- শ্রী নন্দ গোপাল সেন
” ” শ্রী সুকান্ত বণিক (ভজ)
” ” শ্রী সুজিত সরকার
” ” এডভোকেট বিমল ঘোষ
” ” সুমনা গুপ্তা (জাঃবিঃ)

সাংগঠনিক সম্পাদক- শ্রী প্রাণ গোপাল পাল
সহ ” ” শ্রী সমীর সরকার
সহ- ” ” শ্রী কল্লোল সেন
সহ- ” ” শ্রী মাধব সরকার
কোষাধ্যক্ষ – শ্রী রতন পাল
সহ- ” শ্রী দয়াল সরকার (শিক্ষক)

দফতর সম্পাদক- শ্রী রনজিত কুমার পাল (বাবু)

সহ- ” ” শ্রী অপু বণিক

প্রচার সম্পাদক- শ্রী দীপক চন্দ্র পাল
সহ- ” ” শ্রী স্বর্ন কমল ধর

আইন বিষয়ক সম্পাঃ শ্রী রাম নারায়ণ চক্রবর্তী
সহ- ” ” শ্রী শ্যামল রায় মৌলিক

পাঠাগার সম্পাদক- শ্রী সুনীল পাল (শিক্ষক)
সহ- ” ” শ্রী সমীরন মুখার্জী

সমাজসেবা সম্পাদক- শ্রী খগেশ রাজবংশী
সহ- ” ” শ্রী ভজন সূত্রধর

মহিলা সম্পাদিকা- জয়ন্তী রায়
সহ- ” ” কাকুলী মজুমদার
সহ- ” ” ঝর্না রাণী পাল

কার্যকরী সদস্য— ১) অমিয় বণিক
২) স্বপন পাল
৩) অশোক পাল(ভম্বল)
৪) প্রণব রায় মৌলিক
৫) স্বপন রায় মৌলিক
৬) রঘুনাথ ভট্টাচার্য
৭) মানিক লাল গোস্বামী
৮) প্রানেশ ধর
৯) উত্তম বণিক
১০) স্বপন পাল (কালাচান)
১১) যতীশ সরকার
১২) চন্দন সরকার
১৩) সুখদেব সরকার
১৪) হারাধন চক্রবর্তী
১৫) পলাশ ঘোষ
১৬) পল্লব ঘোষ
১৭) দুলাল সরকার
১৮) শ্যামল রায়
১৯) মদন পাল
২০) দুলাল পাল
২১) রিপন গোস্বামী
২২) কৃ্ষ্ণ বণিক
২৩) সুমন বণিক
২৪) অজিত বণিক
২৫) শ্রীদাম ভট্টাচার্য
২৬) রবি পাল

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ