আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

হাড়িয়ে গেলো একটি নক্ষত্র আমরা গভীরভাবে শোকাহত ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ ইকরচালী

 

মাহমুদুল হাসান ইউসুফ,
তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি:

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র শরিফুল ইসলাম ও তাঁর ফুফাতো ভাই হেলাল উদ্দিনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত University Student Of Ekarchali সংক্ষেপে (USE) পরিবার।

মরহুম শরিফুল ইসলাম খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়/(কুয়েট) এর ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং হেলাল উদ্দিন স্থানীয় বিড়াবাড়ি দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

তাদের অকাল মৃত্যুতে ইকরচালী ইউনিয়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন University Students Of Ekarchali (USE) সংগঠনের সিনিয়র শিক্ষার্থী মোস্তাফিজার রহমান সৌরভ (CCR), সেলিম (DU), ফাহিম (DU), ফেরদৌস প্রামাণিক (DU), মোশারুল হোসেন মিরাজ (BRUR), লাবলু (BRUR), সহ সকল সদস্যরা মরহুম শরিফুল ইসলাম ও হেলাল উদ্দিনের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

আরও বলেন সংগঠনের অন্যতম সদস্য ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম আহমেদ সোয়াদ যে, শুধু তারাগঞ্জ এর নয় বাংলাদেশের একটি নক্ষত্র হারালাম। ভাবছেন কেন?
ক্লাস ৫ ও ৮ এ ইকরচালী স্কুলের তার ব‍্যাচের এক মাত্র বৃত্তি প্রাপ্ত ছাত্র। রংপুর জিলা স্কুলে ফার্স্ট বয়। এস এস সি তে বোর্ড 3rd. নটরডেম কলেজের গ্রুপ এক এর ছাত্র। হয়তো তেমন কেউই জানে না। বিশেষ কারণে রংপুর সরকারি কলেজ পড়তে হয়। এইস এসসিতে দিনাজপুর বোর্ডের 2nd বয়। BUET(1000+) KUET(7) RUET(13) CUET(17) আর SUST, DU and Mdcl(শেষের দিকে) বাকৃবি সহ প্রায় সব যায়গায় চান্জ পায়। BUET এ পছন্দের Subject না পেলে KUETএ ভর্তি হয়। EEE Department 3rd Year পর্যন্ত Department 2nd Boy। Scholarship গুলো না বলা ভালো। আমি ছাড়া আর তেমন কেউই জানে না। কত স্বপ্নই ছিল, কিছু কিছু বলেছিল আমায় হয়তো নিজের ভাইকেও বলে নাই। সে স্বপ্ন গুলো তার সাথেই কবর দিলাম। স্বপ্ন দেখানোর মতো একজনকে হারালাম, আর তার মতো কেউ হবে না। ভালো থেকো ভাই আল্লাহ তোমাকে জান্নাত দান করুক আমিন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ