আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ নাজনীন আলমের

 

হাসনাত কাইয়ূম :

 

সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন গৌরীপুরের সর্বজনপ্রিয় ও জননন্দিত নেত্রী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার নাজনীন আলম। তিনি এক বার্তায় তার নির্বাচনী এলাকা সংসদীয় আসন ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) বাসীর উদ্দেশ্যে বলেন-

বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। ভয়াল মহামারিতে আক্রান্ত হয়েছে ময়মনসিংহবাসীসহ পুরো বাংলাদেশ। তবে সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, যুব সমাজ, ছাত্রসমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনসহ এলাকার সচেতন মহলের তৎপরতা এবং মানবিক ও দায়িত্বশীল কার্যক্রমে এবং মহান আল্লাহর অশেষ রহমতে গৌরীপুর উপজেলা এখনো করোনামুক্ত রয়েছে। এজন্য রাব্বুল আল আমিনের দরবারে লক্ষকোটি শোকরিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মানুষের অসাবধানতার কারণে সামনে বাংলাদেশের জন্য আরও কঠিন সময় আসতে পারে। প্রতিকার সমাধান নয়। প্রাণঘাতী এ ভাইরাস থেকে বাঁচতে ও সুরক্ষা পেতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক প্রতিরোধ ব্যবস্থা আরো জোরদারের কোন বিকল্প নেই। দয়া করে আসুন, সবাই সচেতন হই। আপনাদের কাছে আমার অনুরোধ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। ঘরে বসেই নিজ নিজ ধর্মকর্ম পালন করুন। সংকটময় এ মুহূর্তে ঘরেই নামাজ আদায় করুন। পাশাপাশি সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলুন। তবেই আমরা পরিত্রাণ পেতে পারি করোনা ভাইরাস নামক ভয়াবহ এই মহামারী থেকে।

ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ্পাক আমাদের সকলের সহায় হোন এবং দেশবাসীকে হেফাজত করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ