আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

কৃষকের ধান কাটলেন যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান স্বপন

 

খালিদ সাইফুল,কুষ্টিয়া প্রতিনিধিঃ

করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কুষ্টিয়ায় এক কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন।

মঙ্গলবার সকাল থেকে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপনের নেতৃত্বে কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের কৃষকের জমির ধান কেটে মাড়াই করে দেন।

জেলার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আব্দুস সোবহান জানান, অর্থের অভাবে শ্রমিক নিতে না পারায় আমি আমার ছেলেকে সাথে নিয়ে মাঠে ধান কাটছিলাম। হঠাৎ করে দেখি আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে জিজ্ঞেস করলেন ধান কাটতে শ্রমিক নেই কেন? অর্থসংকটের কথা জানাতেই তিনি তার কর্মীদের নিয়ে আমার জমির ধান কাটতে শুরু করলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ বলেও জানান তিনি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের প্রিয় নেতা মাহবুব উল আলম হানিফের আহবানে সাড়া দিয়ে আমরা আসন্ন বোরো মৌসুমে চাষিরা যাতে সময়মতো ঘরে ধান তুলতে পারে, ধান কাটার অভাবে যাতে চাষিরা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য তাদের পাশে দাঁড়িয়েছি। তাই আজকে এক কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দিলাম।

তিনি আরও বলেন, যদি কোনো কৃষক অর্থাভাবে ও জনবলের অভাবে ধান কাটতে না পারে আমাদেরকে জানালে আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সকল নেতা-কর্মীরা তাদের জমির ধান কেটে তার ঘরে পৌঁছে দিবো। মাঠের সব ধান কৃষকের ঘরে না ওঠা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

এসময় স্থানীয় ওয়ার্ডের মেম্বার শিহাব উদ্দিন, শিক্ষক ওয়ালিউর রহমান, স্থানীয় যুবলীগ নেতা আবু দাউদ খান, ঠিকাদার আরিফ সুলতানসহ চেয়ারম্যানের বন্ধু-স্বজন ও শুভাকাঙ্খীরা এতে অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ