আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে রিজার্ভ ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

 

হাসিবুল হাসান ইমু, নিজস্ব প্রতিবেদক :

সাভারে ময়লা পানির রিজার্ভ ট্যাংকে ডুবে নুর মোহাম্মদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মলয় সাহা।

এর আগে সোমবার (২৫ মে) সন্ধ্যায় সাভারের ডগরমোড়া এলাকার গোলাপ মিয়ার ওই রিজার্ভ ট্যাংকে নিহতের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা রেজাউল করিম জানান, বিকেলে ঘর থেকে বের হয় নুর। পরে দীর্ঘ সময় তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তারা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজে অবশেষে গোলাপ মিয়ার রিজার্ভ ট্যাংকে নুরের ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রিজার্ভ ট্যাংকে ঢাকনা না থাকা ও নিরাপত্তার অভাবে তার সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের বাবা রেজাউল করিমের।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মলয় কুমার সাহা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ