আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইল আশুগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মইন উদ্দিন

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া – ২ সরাইল- আশুগঞ্জ নির্বাচনী এলাকাবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ মইন উদ্দিন মইন। ২৫ মে ফেইসবুক বার্তায় তিনি বলেন- “ঈদ মোবারক”

করোনা ভাইরাস আতংকের মধ্যে এবারের ঈদ। নেই জৌলুশ, চারপাশ বিষন্নতায় ভরা।কেমন যেন হাহাকার।যারা দিনে এনে দিনে খায় তাদের অবস্থাতো ভয়াবহ। তাদের চেয়ে ও কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে তারা,যারা মানুষের কাছে হাত পাত্ তে পারেন না।

মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার সরকার ইতোমধ্যে যে যে পদক্ষেপ নিয়েছেন সেজন্য নিদেনপক্ষে একটি মানুষ ও না খেয়ে মারা যাবেনা ইনশাআল্লাহ।

করোনা যুদ্ধকালীন সময়ে এবারের ঈদ।এই যুদ্ধে ইতোমধ্যে যারা মারা গেছেন সেইসব ডাক্তার, পুলিশ, সাংবাদিক ভাইদের আত্নার মাগফিরাত কামনা করছি।যারা আক্রান্ত হয়েছেন তাঁদের আশুরোগমুক্তি কামনা করছি।হে আল্লাহ! হাইয়্যুল,কাইয়ুম রহমান, রহিম— আপনিতো ক্ষমা ও দয়ার সাগর। গরিব -হতদরিদ্রের দিকে তাকিয়ে হলেও এ ভাইরাস ওঠিয়ে নিন।

এই মুহুর্তের প্রার্থনা —
করোনামুক্ত সুন্দর পৃথিবী,মুছে যাক অমানিশার নিকষকালো আধাঁর। পূর্ণিমার চাঁদের মত হোক আলো ঝলমল স্বাভাবিক প্রিয় বাংলাদেশ।
আবার- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কলকাকলীতে মুখরিত হোক তাদের প্রিয় শিক্ষালয়।

ঈদুল ফিতরের শ্বাশত আহবান-সাম্য,সৌহার্দ্য, সহানুভূতি ও আর্তমানবতার সেবায় ব্রতী হোক আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব–মানুষ।
সবার উপর মানুষ সত্য, এ চিরন্তন বাণী নতুন করে উচ্চারিত হোক।

সবাই প্রাণ খুলে গেয়ে উঠুক -প্রিয় কবি নজরুল ইসলামের প্রিয় গান —-
” রমজানের এই রোজার শেষে
এলো খূশির ঈদ।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ