আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

শারীরিক প্রতিবন্ধীদের ঈদ উপহার দেয় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ

 

নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা-২ আসনের সাংসদ ও সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর দিক নির্দেশনায় এবং সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সার্বিক সহযোগিতায় সমাজের নিম্ন আয়ের অসহায় হত দরিদ্র কর্মহীন এবং শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাভার উপজেলার আওতাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল, চিনি, সেমাই, তেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য ও ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ী ও লুঙ্গি নিজ হাতে তুলে দেন
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা।
সায়েম মোল্ল্যা এসময় সাংবাদিকদের বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে লকডাউনের শুরু থেকেই কর্মহীন হয়ে পড়া অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে চাউল, ডাল, তেল, লবন, সাবান, ডিটারজেন্ট পাউডার, শিশু খাদ্য, চিনি, আলু, পেয়াজ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাবসসহ নানা নিত্য প্রয়জনীয় খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন এলাকায় বিতরণ করেছিএবং শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি, গতকালও আমাদের পৌরসভার বিভিন্ন এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে, এরই ধারাবাহিকতায় আজ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি এবং যতদিন করোনা ভাইরাস মহামারীর প্রভাবে দেশের মানুষ কর্মহীন হয়ে থাকবে ততোদিন পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ সহ অন্যান্য সেবা চালু থাকবে।
ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উত্তরের দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক নাছির আল মাহবুব, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদ মোল্লাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ