আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

কুয়েট শিক্ষার্থী মরহুম শরিফুল ইসলাম শরিফের মৃত্যুতে গোলাম মাওলা স্বপ্নিল প্রামাণিক গভীর ভাবে শোকাহত

 

মাহমুদুল হাসান ইউসুফ,
তারাগঞ্জ, রংপুর প্রতিনিধিঃ

ঝরে পড়লো নক্ষত্র,
কাটছে না কাহারো দিন-রাত্র।।
কাচা পাতা ঝরে গেলো গাছ থেকে,
রয়ে গেলো তার স্মৃতি অন্তরে মেখে।
হবে না এমন নক্ষত্রের এত সহজে আগমন,
তিনি করলেন পরলোকগমন।

মরহুম শরিফুল ইসলাম শরিফ ভাইয়ের মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। তিনি যে শুধু তার পরিবারের তা না,তিনি আমাদের দেশের সম্পদ, হতে পারতেন সারাবিশ্বের সম্পদ কারণ বাইরে যাওয়ার জন্য তার হাতে অনেক অফার ছিলো।
তিনি নাই ভাবতে অবাক লাগে, এইতো সেদিনই কথা হলো। গতকাল তিনি চলে গেলেন জীবনের ওপারে।।
তিনি যে শুধু একজন ভালো ছাত্র তা না তিনি একজন অনেক ভালো মনের মানুষ ছিলেন। সামাজিক কাজে তাকে পাওয়া যেতো ডাকলেই, আর হয়তোবা ডাকলে ফোন করলে কেউ আসবে না সেভাবে আর কেউ সারাদিন মানুষের জন্য বিনা অর্থে কাজ করবে না এভাবে।তার যেমন শিক্ষাগত যোগ্যতা ছিলো তেমনটাই ছিলো সামাজিক কাজেও অবদান।তিনি USE গ্রুপের অন্যতম সদস্য ছিলেন।
KUET থেকে EEE নিয়ে পড়তেছেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তার বুয়েটেও চাঞ্জ হয়েছিলো কিন্তু মনের মতো সাবজেক্ট না পাওয়ায় সেখানে পড়েননি। তার শিক্ষা জীবনে তিনি সর্বদাই প্রথম নাহলে ২য় অবস্থান ধরে রাখতেন। তার শিক্ষা জীবন “ইকরচালী উচ্চ বিদ্যালয়” এসএসসিঃ রংপুর জিলা স্কুল, এইচএসসিঃ রংপুর সরকারি কলেজ, বর্তমান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি EEE Department এর মেধাবী ছাত্র ছিলেন তার অবস্থান ছিলো ২য়।

তিনি তার পরিবারের বড় দায়িত্ব পালন করতেন,মোটামুটি পরিবারের সবার খরচ বহন করতেন।তার এই অভাব অনেক ছাত্র-ছাত্রী এর মাঝে অপুর্ণতা নিয়ে আসলো তার হাতে তৈরি করা অনেক ছাত্র-ছাত্রী আছে, এখনো তিনি অনেক ছাত্র-ছাত্রীকে পড়াতেন আর তার মতো করে গড়ে তোলার চেষ্টা করতেন।
হারালাম এক মেধাবীকে,চতুর ইঞ্জিনিয়ারকে,তার মৃত্যুতে আমি গভীর শোক পালন করতেছি। আল্লাহ যেনো তার মতো আবার নক্ষত্র আমাদের মাঝে পাঠান এই কামনা করি।আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন,আমিন

মোঃ গোলাম মাওলা স্বপ্নীল প্রামাণিক
কলেজঃ কলেজ,ঢাকা
সভাপতি, নটরডেম মানবিক সংঘ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ