আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

শেরপুর জেলা যুবলীগের ১৭শ কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার প্রদান

 

 

গোলাম রবিন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ২৩ মে শনিবার কামারেরচর কলেজ মাঠ ও প্রিজম স্কুল মাঠে ১১শ কর্মহীন মানুষের মাঝে ২০০ করে নগদ টাকা ও ৬শ নারী ও পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবীর রুমান। ওই সময় তিনি বলেন, আমি জেলা যুবলীগের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।শেরপুর যুবলীগের নেতা কর্মীরা মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় শেরপুর যুবলীগ প্রধান হাবিবের নেতৃত্বে সাধারণ মানুষের পাশে রয়েছে। আমি যুবলীগের সাথে সবসময় আছি। আমি জেলার প্রতিটি মানুষের যেকোন প্রয়োজনে তাদের পাশে আছি থাকতে চাই।
জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বলেন, আমি শুধু ১নং কামারের চর ইউনিয়নের নয়, শেরপুর জেলার প্রতিটি ইউনিয়নের মানুষের দুর্ভোগে পাশে থাকতে চাই। যুবলীগের নেতা কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে।
জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সহায়তা বিতরণ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মো: আব্দুল মতিন, আব্দুল বাতেন,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব মো:খোরশেদ আলম ইয়াকুব ,জেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ