আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ময়মনসিংহ জেলা আওয়ামিলীগ নেত্রী নাজনীন আলমের ঈদ ভাবনা

 

হাসনাত কাইয়ূম :

 

ময়মনসিংহ জেলা আওয়ামিলীগ নেত্রী নাজনীন আলমের ঈদ ভাবনা। ময়মনসিংহ সর্বজন প্রিয়নেত্রী জেলার সর্বস্তরের জনগণের উদ্যশ্যে তার আকুতি জানিয়ে ক্ষুদে বার্তা পাটিয়েছেন।
তা তুলে ধরা হলো।

বেদনা ও আতঙ্কের ঈদ!
বেঁচে থাকাটাই দয়া ও রহমতের।

সারা বিশ্বে মৃত্যুর মিছিল। স্বজন হারানো বেদনায় মানুষ আজ নির্বাক। চিকিৎসা, খাদ্য এবং অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছে বিশ্বের মানুষ। সৃষ্টিকর্তার লীলাখেলায় অসুস্থ পৃথিবীতে মানব জাতি আজ অসহায়। প্রকৃতির চরম নিষ্ঠুরতায় আতঙ্কে দিনাতিপাত করছে বিশ্বের প্রতিটি মানুষ। জীবিতরা বেঁচে থেকেও যেন মরে গেছে। এ অবস্থায় এবারের ঈদ নিয়ে মানুষের মনে তেমন কোন আনন্দ-উৎসব নেই। এমন বেদনা ও আতঙ্কের ঈদ বিশ্ব কোনদিন দেখেনি।

হে প্রভু, সীমা লংঘনকারী পৃথিবীর মানুষ তোমার দেয়া গজব থেকে শিক্ষা পেয়ে গেছে। অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন, শোষণ-বঞ্চনা, যুদ্ধ-বিগ্রহ আর পাপাচার পৃথিবী থেকে আজ অনেকটাই উঠে গেছে। মানুষের মধ্যে তোমার প্রতি ভয়, আস্থা ও বিশ্বাস বহু গুনে বেড়ে গেছে। তোমার অসহায় বান্ধাকে তুমি আর কষ্ট দিও না; তাদেরকে তুমি শেষবারের মত ক্ষমা করে দাও। তুমি ছাড়া আর কারো কাছে কোন সমাধান নেই। তোমার কুদরতি শক্তি দ্বারা সকল বালা-মুসিবত দূর করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে দাও। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাসি-আনন্দে ভরিয়ে দাও তোমার সৃষ্টির সেরা জীবের এই সুন্দর ভূবনকে।

বিঃদ্রঃ দেশের মানুষের কষ্টের এ সময়ে এবার আমাদের কোন ঈদ নেই; কেনাকাটাও নেই। মহান আল্লাহর দয়ায় এখনো বেঁচে আছি তাইতো লক্ষকোটি শোকরিয়া। অসহায় মানুষদের পক্ষে আরো বেশী করে কাজ করতে না পারার জন্য ব্যথিত এবং কোভিট-১৯ এ মৃত ও আক্রান্তদের জন্য শোকাহত/মর্মাহত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ