রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার অদূরে সাভার পৌরসভার করোনা কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন অসহায় ও দরিদ্র ৪০০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সাভার পৌরসভার মেয়র তার নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করে তার ধারাবাহিকতায় –
আজ শনিবার (২৩শে মে) সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং ও বাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন৷ শনিবার জামসিং ও বাড্ডা স্কুলে ৬০০ জনকে ৫০০ টাকা ঈদ উপহার দেওয়া হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার), ঢাকা জেলা পুলিশ সুপার-মোঃ মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুল ইসলাম৷ কৃষিবীদ রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মাসুদ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মনির হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাসুদ খান রানা, পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ রমজান আহম্মেদ, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক ফারুক হাসান তুহিনসহ আরও অনেকে।