আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) শফিকুল ইসলাম বলেছেন, ফেনীতে মাদক, সন্ত্রাস এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
সোমবার বিকেলে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে হল রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, “জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে এবং খুব দ্রুতই সব অস্ত্র উদ্ধার করা হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে এবং সঠিক তথ্য উদঘাটনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে পুলিশের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন। তিনি ভবিষ্যতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যকার সমন্বয় আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।