আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপার এর সাথে সাংবাদিক দের মতবিনিময়

মোঃ ফখরুদ্দিন মোবারক,নোয়াখালী প্রতিনিধি:

সোমবার (০১লা ডিসেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে নোয়াখালী জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণমাধ্যমকর্মীগণ মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, মতামত ও গঠনমূলক পরামর্শ উপস্থাপন করেন।

পুলিশ সুপার মহোদয় নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসেবা বিস্তারের বর্তমান উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ–সাংবাদিক সহযোগিতা আরও সুদৃঢ় করে জননিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিঁনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব মোঃ নিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নোয়াখালী সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিগণ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ