আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

তারাগঞ্জ উপজেলায় কুয়েট শিক্ষার্থীসহ ২জন সড়ক দুর্ঘটনায় নিহত

 

মাহমুদুল হাসান ইউসুফ,
প্রতিনিধি তারাগঞ্জ, রংপুর:

রংপুর—সৈয়দপুর মহাসড়কে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় ইকরচালী ইউনিয়নের তের মাইল নামক স্থানে মালবাহী ট্রাকচাপায় কুয়েট শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর মন্ডলপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪) এবং একই গ্রামের খোরশেদ আলমের ছেলে হেলাল (১২) । নিহত হেলাল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং শরিফুল ইসলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ দিকে ইকরচালী ইউনিয়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন University Students Of Ekarchali (USE) সংগঠনের সিনিয়র শিক্ষার্থী মোস্তাফিজার রহমান সৌরভ (CCR), ফাহিম (DU), মোশারুল হোসেন মিরাজ (BRUR), লাবলু (BRUR), Gmps স্বপ্নিল (NDC) সহ সকল সদস্যরা মৃত্যু শরিফুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে, তার আত্মার মাগফেরাত কামনা করেন।
সংগঠনের সদস্য ফেরদৌস প্রামাণিক (DU) দৈনিক আগামীর সংবাদের সাংবাদিক কে বলেন মৃত্যু শরিফুল ইসলাম USE Family এর শুধু আর্দশ সদস্য না আমাদের নক্ষত্র ছিলো।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ বালাবাড়ি হাইওয়ে পুলিশের ইনচার্জ গোলাম কিবরিয়া দৈনিক আগামীর সংবাদের সাংবাদিক কে জানান, তারাগঞ্জ বাজার থেকে ওই দু’জন বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বারাতি ব্রিজ এলাকায় পৌঁছালে রংপুর থেকে দিনাজপুরগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টো যায়। এতে ঘটনাস্থলেই হেলাল ও শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ