আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং

রাজশাহী-৩ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

জিয়াউল কবীর স্বপন:

‎‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
‎মঙ্গলবার(১১ নভেম্বর ) দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ এলাকার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
‎তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য আমরা নির্বাচন করছি। গণমাধ্যম সমাজের দর্পণ, তাই সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
‎আবুল কালাম আরও আশাবাদ ব্যক্ত করেন যে, “জনগণের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আমরা মাঠে আছি। শান্তিপূর্ণ নির্বাচন হলে জনগণ আমাদের জয়ী করবে।”
‎এইসময় দলের পক্ষে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির এড.আবু মোহাম্মদ সেলিম,সহকারী সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও সাংবাদিকদের পক্ষে উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সোনালী সংবাদ’র মফস্বল সম্পাদক কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি ও যায়যায় দিনের সরকার দুলাল মাহবুব, আজকের পত্রিকার জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক ও নতুন প্রভাত’র সম্পাদক সোহেল মাহবুব, সহ সাধারণ সম্পাদক সংগ্রাম’র মেজবাউল আলম দিনার, সাংগঠনিক সম্পাদক ও সানশাইনের স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, অর্থ সম্পাদক আমাদের রাজশাহীর অসিত কুমার, দপ্তর সম্পাদক ও সানশাইনের সবুজ ইসলাম, নির্বাহী সদস্য ও আমার দেশ’র মঈন উদ্দীন,রাজশাহীর ইউসুফ আলী চৌধুরী ও রাজশাহী সংবাদ’র জিয়াউর রহমান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ