মো. মুশফিক হাওলাদার, লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং কালমা ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিবার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতাহার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সুজন’র সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শাহীন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, কালমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাহাদুরসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।