আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং

বড়লেখা সরকারি কলেজে আবরার ফাহাদ স্মরণে নিপীড়নবিরোধী দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি-

মৌলভীবাজার জেলার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিপীড়নবিরোধী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টায় কলেজের হলরুমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কলেজ শিবির সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ইমরানের সঞ্চালনায়

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছিত, জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ, বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ ও সেক্রেটারি এমদাদুল হক এমাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক কলিম উদ্দিন, স্কুল সম্পাদক শামসুল আলম হাসান, প্রচার সম্পাদক জাকির হোসাইন, সদর ইউনিয়ন সভাপতি রিয়াজ উদ্দিন, মোহাম্মদীয়া মাদ্রাসা সভাপতি আব্দুস সামাদ সাঈদ, পৌরসভা সেক্রেটারি আশরাফুল ইসলাম, কলেজ সাহিত্য সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ