মোঃ চান মিয়া, লামা প্রতিনিধি:
লামা থানার অন্তর্গত হায়দারনাশি এলাকায় আজ (শনিবার) একটি বড় ইয়াবার চালান স্থানীয় যুবকদের উদ্যোগে ধরা পড়েছে। মাদকবিরোধী এই ভূমিকার জন্য এলাকাবাসী যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা।
তবে এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে—এই ইয়াবার চালান কার ইশারায় এলাকায় প্রবেশ করলো এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিলো? লামা থানার ইনচার্জ (ওসি) কে অনুরোধ করা হয়েছে, আটক হওয়া চালান থেকে মূল গডফাদার ও চক্রের হোতাদের স্বীকারোক্তি আদায়ের ব্যবস্থা করতে।
স্থানীয়দের দাবি, শুধু বাহক বা ক্ষুদ্র মাদক ব্যবসায়ী নয়, এ চক্রের মূল হোতা ও গডফাদারদেরকে প্রকাশ্যে আনতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।