আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক যাত্রা শুরু

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে। এ কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান, আর যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে আছেন অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজসহ মোট নয়জন।

১৩ জুন, শুক্রবার, এনসিপির কেন্দ্রীয় কমিটির প্যাডে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আকতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কমিটির যুগ্ম সমন্বয়কারীদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুর রহমান মুরাদ, গালিবুর রহমান গালিব, কাজী হারুনুর রশিদ পিন্টু, মাসুম খান, শফিকুল ইসলাম, প্রফেসর নওয়াব আলি এবং অ্যাডভোকেট আঃ জলিল খান।

সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরও ১৭ জন—যাদের মধ্যে রয়েছেন যোবায়ের আহমেদ, নজরুল ইসলাম, মো. বাবুল হোসেন মোল্লা, মো. ইদ্রিস মিয়া, হাবিবুর রহমান বিশ্বাস, মহিদুর রহমান, বাহাদুর খান, মো. রইস উদ্দিন, মাওলানা মানসুর আহমেদ, মো. শাহিনুর রহমান, মো. মিজানুর রহমান, মো. আসাদুজ্জামান, হোসেন আহমেদ, শরিফুল ইসলাম, মিসেস ইয়াসমিন সুলতানা, মিসেস তাসলিমা চৌধুরী এবং ইয়াসমিন বেগম।

নবনিযুক্ত যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে ২০টি জেলায় সংগঠন গড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হলো।

তিনি বলেন, “জেলায় একটি অফিস স্থাপনের জন্য আলোচনা চলছে এবং দ্রুতই সেটি চূড়ান্ত হবে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে জেলার সাতটি উপজেলায়ও এনসিপির কমিটি গঠনের কাজ শুরু করা হবে।”

দেশ গড়ার লক্ষ্যে ইতিবাচক রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে মাহফুজ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি, কালো টাকার প্রভাব ও পেশিশক্তির রাজনীতি থাকবে না। সংসদে যেন সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিরাই প্রতিনিধিত্ব করেন, সেটিই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, যেসব নাগরিক আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তারাই এখন এনসিপির পাশে দাঁড়াচ্ছেন। সদস্য সংগ্রহের কার্যক্রম শিগগির শুরু হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ