আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবারের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী নেতা আবুল কালাম সামসুদ্দিন মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩জুন) রাত সাড়ে ৯ টার দিকে সাভারের থানা রোডের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাদ হত্যা মামলার ৫৬ নম্বার আসামী তিনি।

গ্রেপ্তার আবুল কালাম সামসুদ্দিন মিন্টু ধামরাই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন। এছাড়া রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবারের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মিন্টু। মামলা দায়েরের পর থেকেই তাকে খুঁজছে পুলিশ। শুক্রবার রাত ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক রাজীব সরকার বলেন, ধামরাই থানার একটি হত্যা মামলায় রোয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে সাভার মডেল থানায় রয়েছেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তার ওই আসামিকে ধামরাই থানায় হস্তান্তর করা হবে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ