আখাউড়া প্রতিনিধিঃ
মোঃ সুজন হাজারী:
আজ রোজ শুক্রবার, চট্রগ্রামস্থ আখাউড়া কল্যান সমিতির উদ্দোগে চট্টগ্রামে বসবাসরত আখাউড়া উপজেলার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র সমিতির সভাপতি জনাব খন্দকার মোঃ বিল্লাল হোসাইন, সাধারণ সম্পাদক জনাব মো আলমগীর সরকার, সিনিয়র সহ সভাপতি, জনাব মো ইকবাল হাজারী, জনাব মো জসিম উদ্দিন (সাংগঠনিক সম্পাদক), জনাব শাহীন মাহবুব (যুগ্ম সাধারণ সম্পাদক) , জনাব মো গোলাম জিলানী বাদল (যুগ্ম সাধারণ সম্পাদক), জনাব মো সাহাদত হোসেন ছোটন ( সহঃ সাংগঠনিক সম্পাদক), মো কাউসার মাসুম প্রতিষ্ঠা কালিন সদস্য)।
এ সময় উপস্থিত বক্তব্যে তারা জানান, চট্রগ্রামস্থ আখাউড়া কল্যান সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থেকে কাজ করা, আর আমরা তাই করে যাচ্ছি। ভবিষ্যতে আরো কিছু ভাল কাজের প্রস্তুতি চলছে সুতরাং আমাদের কাজের ধারা অব্যাহত থাকবে৷ এবং এ সময় তারা আহবান জানান সবার প্রতি ঘরে থেকে নিরাপদ ভাবে এ সময়টিকে মোকাবেলা করার জন্য।
এবং তারা সবার কাছে দোয়া চেয়ে শেষ করেন। এবং যারা শহরের দূরে অবস্থান করছে তাদের বাসায় উপহার সামগ্রী পৌছে দেন৷