আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

সাভারে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাংবাদিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :

সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালের পরিচালক (মার্কেটিং) হিসেবে কর্মরত এবং চ্যানেল এস টেলিভিশনে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

মঙ্গলবার (১০ জুন) ভোরে সাভার পৌর ব্যাংক কলোনী এলাকায় সাবেক পৌর মেয়রের বাড়ির উল্টো পাশে আব্দুস সালাম মিয়ার ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া খলিলুর রহমানের ভাড়া ফ্ল্যাটের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত খলিলুর রহমান ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার মৃত ডাক্তার জলিলের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী খুশবু রহমান গতকাল সোমবার তার বাবার বাসায় চলে যায়। পরে গভীর রাতে খলিলুর রহমান স্ত্রীকে ভিডিও কল দেয়। স্ত্রীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন। বিষয়টি তার স্ত্রী সবাইকে জানান। পরে পুলিশ খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ শামীম মিয়া জানান, দরজা ভেঙে  ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার লাশ । এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ