আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

মানিকগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ টুডের প্রতিনিধি আবেদ হাসান আবেদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৮ জুন) রাত আটটার পর উপজেলার লেছড়াগঞ্জ বাজারে একটি দোকানের ভিতর সাবেক ছাত্রদল নেতারা এ হামলা চালায়।
এর আগে আন্ধারমানিক বাজারে মোটরসাইকেল পার্কিং নিয়ে ছাত্রদলের সাবেক নেতা বাবুর সঙ্গে কথাকাটাকাটির একটি ঘটনা মিটমাট করেন আবেদ। এরপর লেছড়াগঞ্জ বাজারের একটি দোকানে বসে থাকাকালে বাবু, নাজমুল অনিকসহ ৪০-৫০ জন মিলে অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে মারধর করে।
স্থানীয়রা আবেদকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, ঘটনার পর হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মোমিন খান জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ