আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

ধামরাইয়ে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবার মাঝে খাসির গোস্ত বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ঈদুল আযহা উপলক্ষে  জুলাই আগস্টে ছাত্র – জনতার আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে খাসির গোস্ত বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ জুন) জাতীয় নাগরিক পার্টি(NCP) এর কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আসাদুল ইসলাম মুকুল এর নিজস্ব অর্থায়নে আহত ৯ পরিবার এবং  শহীদ ১ পরিবারের মাঝে কোরবানীকৃত খাসির গোস্ত বিতরণ করা হয়।

আসাদুল ইসলাম মুকুল বলেন, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারের জন্য কিছু করতে পেরে অনেক ভালো লাগছে। আমি সব সময় তাদের পাশে আছি, আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি করব এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। এছাড়া এনসিপির এই নেতা দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উজ্জ্বল হোসেন ও সিনিয়র যুগ্ন আহবায়ক  আশিকুর রহামন সহ অনান্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ