নিজস্ব প্রতিবেদক :
সাভারে পাওনা টাকা পরিশোধ না করায় স্ত্রী সন্তানের সামনেই স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাশার ও ওয়ায়দুল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এঘটায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ জুন) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মজিদুপুর এলাকার চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম রুবেল মিয়া (৩৫)। তিনি সাভারের মজিদপুরের রহমত আলীর ছেলে। নিহত ব্যক্তি সবজির ব্যবসা করতেন বলে জানা যায়।
এছাড়া অভিযুক্ত বাশার ও ওবায়দুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
নিহতের স্ত্রী ইশা বলেন, রাতে স্বামী রুবেল মিয়াকে সঙ্গে নিয়ে ওই এলাকায় ঈদ উপলক্ষে কেনাকাটা করতে যান তারা। এসময় তাদের পূর্বপরিচিত বাশার ও ওয়াইদুল ইশাকে জানান তার স্বামীর কাছে তারা অনেক টাকা পান। এসময় বাশার ও ওবায়দুলের সাথে রুবেলের বাকবিতন্ডা হয়। পরে রুবেল মিয়াকে তারা দেশীয় অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ব্যাগ থেকে টাকা এবং মোবাইল লুট করে নিয়ে যায়। এঘটনার পর স্থানীয়রা আহত রুবেলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।