অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জ জেলা বিএনপির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নতুন কমিটিতে আফরোজা খান রিতাকে আহ্বায়ক এবং এস এ জিন্নাহ কবিরকে প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে দলীয় অভিজ্ঞ, যুব, পেশাজীবী ও তৃণমূল পর্যায়ের নেতাদের সমন্বয়ে শক্তিশালী একটি কাঠামো গঠন করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা বিএনপির ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। তখন আফরোজা খান রিতা আহ্বায়ক এবং সদস্য হিসেবে ছিলেন এস এ জিন্নাহ কবির, আজাদ হোসেন খান, আতাউর রহমান, নূরতাজ আলম, সত্যেন কান্তি পণ্ডিত ও গোলাম আবেদিন কায়সার।
আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, “দলকে সুসংগঠিত করতে আমাদের এ দায়িত্ব গ্রহণ। সামনে আন্দোলন-সংগ্রামে জেলা বিএনপিকে আরও শক্তিশালী করা হবে।”
প্রসঙ্গত, আফরোজা খান রিতা ২০১৩ সালে প্রথমবার মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং ২০২১ সালের ১৪ মার্চ দ্বিতীয়বারের মতো একই দায়িত্ব পান। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি জেলার বিএনপির মূল নেতৃত্বে রয়েছেন।