আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে ঈদ উপহার বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান 

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

করোনা কালে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এর নির্দেশনায় ও ঢাকা – ২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি এর তত্ত্বাবধানে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান এবং নারী উন্নয়ন ফোরাম ঢাকা বিভাগ এর সভাপতি অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা এর উদ্যোগে তার ব্যক্তিগত তহবিল থেকে গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

তারই ধারাবাহিকগতায় শুক্রবার(২২মে) দিনব্যাপী ধামরাই উপজেলার পৌরসভা, কুশুরা ও চৌহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ১৩০০ (এক হাজার তিনশত) গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছেন।বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিলো পোলাও চাউল,মুরগি ডাল,সেমাই,চিনি,আলু,পেয়াজ, আটা, শাড়ী,লুঙ্গী,নগদ অর্থ ইত্যাদি।

ঈদ সামগ্রী বিতরনকালে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান এবং নারী উন্নয়ন ফোরাম ঢাকা বিভাগ এর সভাপতি চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা বলেন – করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি কোনো গরীব অসহায় মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় ও ঈদ আনন্দ যেন পরিবারের সাথে থেকে করতে পারে সেই লক্ষ্যেই নিজে উপস্হিত থেকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ঈদ সামগ্রী। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি কাজ করে যাচ্ছেন-যাবেন।তাদের এই ঈদ উপহার সামগ্রী বিতরণের কাজ পৌর সভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে চলমান থাকবে বলেও তিনি জানান।
এ’সময় আরো উপস্থিত ছিলেন এডঃ সোহানা জেসমিন, আলহাজ্ব লায়ন শহীদ মহসীন মুজিব,সভাপতি দুদক ধামরাই উপজেলা শাহিনুর রহমান রিপন ও চৌহাট আদর্শ সমিতি কতৃর্ক আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ধামরাই ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ মুকুল,ডাঃ আলমগীর কবীর, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন খান মিন্টু,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিকদার, সাংগঠনিক,সম্পাদক আতিকুর রহমান উপঃসহঃকৃষি অফিসার শহীদুল্লাহ কায়সার,যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান, সাধারন সম্পাদক দুদক ধামরাই উপজেলা আলতাফ হোসেন লাবু, শিক্ষক মন্ডলী,ছাত্রী বৃন্দ, আওয়ামীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন,শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ