আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

পাথরঘাটায় কোডেক এর মেন্টরিং ও চাষীদের সম্মাননা প্রদান

পাথরঘাটা প্রতিনিধি:

কোস্টাল ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত “মেন্টরিং প্রোগ্রাম ও চাষীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান” আজ বরগুনার পাথরঘাটার উপজেলানপরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই কৃষি চর্চায় উৎসাহিত করতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা মৎস কর্মকর্তা হাসিবুল হক সহ কৃষি খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো নির্বাচিত সফল চাষীদের মাঝে সম্মাননা প্রদান।অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, “কৃষির উন্নয়ন ছাড়া টেকসই সমাজ গঠন সম্ভব নয়, এবং কোডেক-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

মেন্টরিং প্রোগ্রামের মাধ্যমে তরুণ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশবান্ধব পদ্ধতি ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কোডেক-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও বিস্তৃত পরিসরে চালু করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে মিলনমেলা এবং মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। চাষীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং এই ধরণের কার্যক্রম যেন নিয়মিত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ