আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

আজহারুল ইসলামের খালাস ও রাবিতে হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি :

যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের খালাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রজোটের মিছিলে শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের “আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই”, “রাজাকারের গদিতে আগুন জ্বালো একসাথে”সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, “একাত্তর আর চব্বিশের ঘাতকদের স্থান বাংলাদেশে হবে না। যুদ্ধাপরাধীকে মুক্ত করে দেওয়ার মাধ্যমে ইন্টেরিম সরকার সেই ঘাতকদেরই পক্ষ নিলো। ছাত্র-জনতা গণহত্যাকারীদের মেনে নেবে না, কোনো আপোষ করবে না।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ