আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডে উপজেলা চেয়ারম্যানের  ঈদ সামগ্রী বিতরণ

 

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

করোনা কালে সমগ্র ধামরাই উপজেলায় পৌরসভার ৯ টি ওয়ার্ড সহ ১৬ টি ইউনিয়নের ৪৩৬ টি গ্রামে বিভিন্ন প্রেণী-পেশার মানুষ কৃষক ,শ্রমিক, জেলে ,তাঁতি, ঋষি, শীল ও ধোপাদের এবং করোনার কারনে কর্মহীন হয়ে পড়া বেকার অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন ধামরাই সরকারি কলেজের সাবেক ভি.পি, ধামরাই উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন ।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২২শে মে ২০২০ খ্রীস্টাব্দ) বিকালে ধামরাই পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কৃষক, জেলে, তাঁতি,ঋষি, শীল, ধোঁপাদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ধামরাই উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।
ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, ছাত্রনেতা সাইদুর ইসলাম পিয়াস ও অন্যান্য নেতৃবৃন্দ।
করোনা কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন এর দিন-রাত বিরামহীন ভাবে এই অদম্য ছুটে চলা জনসাধারণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে তার ত্রাণ নিয়ে স-শরীরে উপস্থিতি সকল পর্যায়ের মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে। এক সাক্ষাৎকারে উপজেলা চেয়ারম্যান জানান, আমি এক সময় উপজেলা ভাইস চেয়ারম্যান হতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর দয়ায় ও এলাকাবাসীর ভোটে, ভালোবাসায় ও সহযোগিতায় আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি বাড়ি বাড়ি ঘুরে আমি আমার এলাকাবাসীর ভালবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। যেকোনো পরিস্থিতিতে এমনকি মানুষের সেবা করতে গিয়ে জীবন উৎসর্গ করতেও রাজি আছি। সকলের কাছে শুধু আমার একটাই প্রত্যাশা ও দোয়া প্রার্থনা, আমি যেন নিঃস্বার্থভাবে মানুষের আজীবন সেবা করে যেতে পারি।
তিনি আরো বলেন- করোনা প্রকোপে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষরা যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে তাই মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে তাদের মাঝে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্যই আমাদের এ প্রয়াস। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই তাদের এ প্রয়াসের সার্থক হবে বলে মন্তব্য করেন তিনি ।
এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সময়ে আমরা একটি সংকটকাল অতিক্রম করছি৷ তার সুদক্ষ নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এই সংকটকে অতিক্রম করতে পারবো। এক্ষেত্রে সাধারণ মানুষের উচিত হবে কঠোরভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকার প্রদত্ত দিক নির্দেশনা মেনে চলা। এসবের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ