আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান 

নিজস্ব প্রতিবেদক :

সরকারি জায়গা অবৈধভাবে দখল ও  স্থাপনা নির্মাণসহ নানা ধরনের বিতর্কে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও এর আশপাশে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ।

বুধবার (২১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটি বুলডোজার এবং এস্কেভেটর দিয়ে এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হকের নেতৃত্বে সরকারি জমি উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি  বলেন, সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জমি অধিগ্রহণ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। সেই অধিগ্রহণকৃত প্রায় পৌণে ১১ একর জমি দখল নানা রকম স্থাপনা গড়ে তোলে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড।

তিনি আরও বলেন, গত ২৪ জানুয়ারি বোট ক্লাবের সীমানা প্রাচীরের ভেতর অন্তর্ভুক্ত করা সরকারি জমি ৭ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু বোট ক্লাব কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন কর। তাই  বেআইনিভাবে অবৈধভাবে সরকারি জমি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ