আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে “সি” ক্যাটাগরির আহতদের মাঝে চেক বিতরণ

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীতে সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে এককালীন আর্থিক সহায়তা হিসেবে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ মে) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই আনুষ্ঠানিক অনুষ্ঠানে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সি ক্যাটাগরিভুক্ত জুলাই যোদ্ধাদের হাতে সম্মানসূচক চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ ফাতিমা সুলতানা

অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী

জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রুবাইয়াত বিন করিম

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই যোদ্ধারা জাতির ইতিহাসে এক সাহসী অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তাঁদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”

চেক গ্রহণকারীদের একজন, জুলাই বিপ্লবে আহত সাইফুল ইসলাম, এই আর্থিক সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বর্তমান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মান জানিয়ে পাশে থাকার জন্য।”

এই চেক বিতরণ কার্যক্রমটি মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও কল্যাণে সরকারের অব্যাহত প্রচেষ্টার একটি দৃষ্টান্ত হিসেবে গণ্য হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ