নিটার প্রতিনিধি:
সাভারের নায়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে আগামী ২২শে মে রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে “নিটার ন্যাশনাল জব ফেস্ট ২০২৫”। নিটার ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বিশাল কর্মসংস্থান উৎসবে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি ও চাকরি প্রত্যাশীদের এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।
দেশের বিভিন্ন খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানসমূহ অংশ নিচ্ছে এই জব ফেস্টে, যেখানে চাকরি প্রত্যাশীরা পাবেন— বিভিন্ন সেক্টরের অসংখ্য চাকরির সুযোগ, রিক্রুটার, হায়ারিং ম্যানেজার এবং কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের সেমিনার, ওয়ার্কশপ এবং প্যানেল ডিসকাশনে অংশগ্রহণের সুযোগ। মক ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউয়ের প্র্যাকটিস, পেশাদার ক্যারিয়ার কাউন্সিলরের মাধ্যমে সিভি রিভিউ করানোর সুবিধা।
এই ফেস্ট শুধুমাত্র চাকরির সন্ধানের একটি মাধ্যম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম—যেখানে একজন চাকরি প্রত্যাশী তার স্কিল উন্নয়ন, নেটওয়ার্ক বৃদ্ধি এবং পেশাগত প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। অংশ নিতে পারবেন নিটার -এর বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা, যেকোনো বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রত্যাশী ও পেশাজীবী।
যারা ইন্টার্নশিপ বা ক্যারিয়ার শুরু করার সুযোগ খুঁজছেন তাদের এই অনন্য সুযোগ মিস না করার আহ্বান জানিয়েছে নিটার ক্যারিয়ার ক্লাব।