অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে সদর উপজেলার বেউথা এলাকায় অবস্থিত বেউথা মিফতাহুল উলুম হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এবং পাশের বেউথা কবরস্থান জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেউথা মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম মোস্তফা, মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ওলামা দলের সহ-সভাপতি ও প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হাফেজ মনিরুজ্জামান মাদানী। দোয়া মাহফিলে দেশ বরেণ্য এই নেত্রী আফরোজা খান রিতার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
এসময় স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনীতির পাশাপাশি মানবিক নানা কর্মকাণ্ডে যুক্ত থেকে আফরোজা খান রিতা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার আশু সুস্থতা কামনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও প্রার্থনার আবহ বিরাজ করছে।