অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি :
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলা স্টেডিয়াম এর মিলনায়তনে সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী এবং সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ।
গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে বালক ও বালিকারা অংশ নেয়। অ্যাথলেটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে এবং সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন পুকুরে। প্রতিটি ইভেন্টে ৪০ জন করে বালক ও বালিকা প্রশিক্ষণ লাভের সুযোগ পায়। মোট ২১টি সেশনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়া সাতার প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় সাঁতার প্রতিযোগিতা। ২টি গ্রুপে চার ক্যাটাগরিতে মোট ৮ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতিকুল মামুন। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোশারফ হোসেন বাদল ও সাংবাদিক আব্দুল মোমিন, সুইমিং কোচ মো. ফজলুল হক এবং অ্যাথলেটিক্স কোচ মো. শহিদুল হক খোকনসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।