আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন নেতৃত্বে প্রিয়া ও দীপ্ত

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী নাট্য উৎসবের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’। “শিল্পানলে নির্মল হোক অশান্ত বসুধা” স্লোগানে আয়োজিত ‘নাট্য উৎসব ২০২৫’-এর সমাপ্তি ঘটে ১৬ মে পুনর্মিলনী অনুষ্ঠান ও নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণার মাধ্যমে।

নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী প্রিয়া সাহা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের দীপ্ত মোদক জয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান।

উপদেষ্টা মণ্ডলীতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলি এবং থিয়েটারের দীর্ঘদিনের পথিকৃৎ আরিফুল কবির লেমন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— যুগ্ম-সাধারণ সম্পাদক: ইব্রাহীম খলিল নিশান (চারুকলা, ৪৯) দপ্তর সম্পাদক: ওবায়দুর রহমান রুসাদ (৪৯), সহ-দপ্তর সম্পাদক: কনক কুমার পোদ্দার চয়ন (৫২), অর্থ সম্পাদক: সামিউল অনুপ খান (৫১), প্রকাশনা সম্পাদক: সামিউল ইসলাম, পাঠাগার সম্পাদক: সৌরভ আহম্মেদ, প্রযোজনা সম্পাদক: জীবন সিকদার (৫২)ও প্রচার সম্পাদক: মো. আবদুল হাকিম (৫২)

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন: আতিকুর রহমান জনি, সামান্থা খোসরু অংকিতা, মিথিলা বাউল, খায়ের মাহমুদ, আদিত্য ভৌমিক, তৈমুর খান তূর্য, মীর জাবের সোয়াদ ও এ. টি. স্বপ্নীল।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে আছেন কনিষ্ক মাঝি, দিপ্ত সরকার, রাজীব চক্রবর্ত্তী, শেখ শাহজালাল মাহমুদ, আকাশ মৃধা, সৃষ্টি রাণী বসাক, রুবাইয়া হক এশা, মারজান, তামিম এবং সিয়াম মাহমুদ।

নতুন সাধারণ সম্পাদক প্রিয়া সাহা বলেন, “নাটক আমাদের আত্মিক অনুশীলন, আমাদের শ্রম, ভালোবাসা ও ঘামে ভেজা স্বপ্নের প্রতিফলন। থিয়েটার আমাদের কাছে শুধু বিনোদন নয়, এটি জীবনবোধ গঠনের এক শক্তিশালী মাধ্যম।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর থিয়েটার বরাবরই বিশ্বাস করে, থিয়েটার মানবিকতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক অবিচল হাতিয়ার। এটি সৌন্দর্য, প্রতিবাদ ও সৃষ্টিশীলতার অনন্য সম্মিলন—আমরা সেই পথেই এগিয়ে যেতে চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ