আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

সাম্য হত্যার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

জাবি প্রতিনিধি:

ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতি ও মূল ঘাতকসহ জড়িত সব আসামিকে এখনও গ্রেফতার না করায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১৮ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় বিভিন্ন নেতাকর্মী বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাম্য হত্যার পাঁচদিন পেরিয়ে গেলেও মূল আসামিকে গ্রেফতার করা হয়নি। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী আবিদুর রহমান বলেন, “চব্বিশের গণআন্দোলনের হাজারো শহীদ-আহতের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার এখনো বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া লিগ্যাসি ধরে রেখেছে। আমরা চাই সাম্য হত্যার সঠিক বিচার হোক, পাশাপাশি দেশে সংঘটিত সকল গুম ও খুনেরও নিরপেক্ষ তদন্ত হোক।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বৈশাখী স্নেহা বলেন, “সাম্য হত্যার ৫ দিন পর আমরা দেখতে পাচ্ছি যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের যে মূল আসামি, তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।”

“আমি প্রশাসনের কাছে জানতে চাই, সাম্য হত্যার খুনিদের এক্সিট দেওয়ার মাধ্যমে প্রশাসন কাদেরকে রক্ষা করছে? ৫ দিন পার হলেও বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। যতদিন না সাম্য হত্যার বিচার হবে, ততদিন আমরা রাজপথ থেকে সরব না।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সংগঠক হামিদুল্লাহ সালমান বলেন, “সাম্যদের রক্তের উপর দিয়ে এই সরকার চেয়ার পেয়েছে, অথচ আমার সহযোদ্ধা সাম্যরা কিছুই পেলো না! রক্তের সাগরে যে জুলাই ভেসেছিল, সেই রক্তের উপর দিয়ে আসা ইন্টারিম সকল ক্ষমতা ভোগ করলেও সাম্যদের এখনো রক্ত দিতে হয়। ছাত্রদলের লাশ বলেই কি আপনারা এখনো লাশ মনে করছেন না? এই প্রশ্নটি আমি রেখে গেলাম। প্রশাসন মূল অপরাধীদের গ্রেফতার করতে সম্পূর্ণ ব্যর্থ। বিচারের নামে কালক্ষেপণ না করে অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনুন। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ছাত্রদল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ