আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

ধামরাইয়ে ৪ অপহরণকারীকে গণধোলাইয়ের পর থানায় সোপর্দ 

নিজস্ব প্রতিবেদক:

গন্তব্যে পৌঁছে দেওয়ার বাহানায় প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে মুক্তিপণ দাবি করা চক্রের ৪ সদস্যকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (৯ মে) দুপুর ২ টার দিকে ধামরাইয়ের চাওনা গ্রামের সুমনের দোকানের সামনে তাদের গণধোলাই দেয় স্থানীয় জনতা। এসময় অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি ভাঙচুর করে তারা।

আটকরা অপহরণকারীরা হলেন- রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার দেওকা তারাগঞ্জ এলাকার দুলাল মিয়ার ছেলে মোঃ জয়নাল (৩৮), সাভার পৌরসভার গেন্ডা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন (৪২), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচন্ডি গ্রামের আব্দুল আলীমের ছেলে মেহেদী হাসান (২৭) ও সাভারের আমিনবাজার দের বেগুনবাড়ি এলাকার নজরুল দেওয়ানের ছেলে আব্দুল আজিজ (৩২)।

ভুক্তভোগীরা হলেন- বগুড়া জেলার ধুনঠ থানার কাশিয়াহাটা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও একই থানার পিরহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে মো. টুটুল মিয়া (৩০)।

পুলিশ জানায়, আজ সকাল ৭ টার দিয়ে নিজ গ্রামে ফেরার জন্য আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন রফিকুল ও টুটুল মিয়া। এসময় একটি প্রাইভেটকার এসে তাদের গন্তব্যস্থল জানতে চায়। পরে বগুড়ার ভাড়া মিটিয়ে তাদের প্রাইভেটকারে তুলে জিরানীবাজার পৌঁছলে যাত্রীবেসে থাকা তিনজন অপহরণকারী ভুক্তভোগীদের হাত-পা ও চোখ বেঁধে ব্যাপক মারধর করে এবং তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদেরকে বাড়ী থেকে মুক্তিপনের জন্য বিকাশের মাধ্যমে আনার জন্য চাপ প্রয়োগ করে বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে। সর্বশেষ ধামরাইয়ের চাওনা গ্রামের সুমনের দোকানের সামনে ভুক্তভোগীদের নামিয়ে দিলে তারা ডাকচিৎকার শুরু করে। এসময় স্থানীয়রা গাড়িটি আটক করে ভিতরে থাকা অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এসময় অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি ব্যাপক ভাঙচুর করে স্থানীয়রা।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম  বলেন, আটক অপহরণকারী ও ভুক্তভোগীদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ