আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

লালমোহন কলেজপাড়া গুরুত্বপূর্ণ জনপথ বন্ধের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি:

ভোলার লালমোহন সরকারি শাহাবাজপুর কলেজের পাশদিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ জনপথ পাকা রাস্তা বন্ধের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন টেকনিক্যাল কলেজ, লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজিয়েট মাধ্যমিক বিদ্যায় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ কলেজপাড়া এলাকার শত শত মানুষ। বৃহস্পতিবার সকালে লালমোহন সরকারি শাহাবাজপুর কলেজের মেইন গেটের মুখে ভোলা চরফ্যাশন মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তারা বলেন গত আওয়ামী ফ্যাসিস্টের আমলে একজন আওয়ামী সন্ত্রাসী সাবেক এমপি কলেজ মাঠ পুকুরে তাদের দলীয় প্রতিক নৌকা বানিয়ে রাখে আজ পর্যন্ত এ কলেজের অধ্যক্ষ সেটি সরাতে পারেনি।কিন্তু এখানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার হাজার হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ জনপথ পাকা রাস্তা বন্ধ করার ষড়যন্ত্র করছে কলেজের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এলাকার মানুষের সাথে একটি সংঘাতের সৃস্টি করতে চায় সে কারনে সরকারি শাহাবাজপুর কলেজের অধ্যক্ষের অপসারনের দাবি জানান তারা। উল্লেখ্য ৭ মে সকালে কলেজ শিক্ষার্থীরা অধ্যক্ষ’র ইন্ধনে গাছের গন্ডি দিয়ে রাস্তা বন্ধ করে পরে এলাকা বাসি ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা লালমোহন থানায় ফোন দিলে লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মো. সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় মানববন্ধন কর্মসূচি বাস্তবায়নে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লালমোহন থানা অফিসার ইনচার্জ’র নিকট স্মারক লিপি প্রদান করেন তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ