নিজস্ব প্রতিবেদক
ঢাকার জেলার আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডে প্রায় ২২টি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে বাইপাইলের হাজী মিজান নামের একটি শ্রমিক কলোনীতে এই অগ্নিকান্ডের ঘটনা।
ফায়ার সার্ভিস জানায়, আজ সকালে বাইপাইল এলাকায় হাজী মিজান নামের একটি শ্রমিক কলোনিতে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ৮টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা মুল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যাবে।